স্বরূপপুর, শিশুতলা, চৌগাছা, যশোর।
  • 1
  • 2

সদস্য লগইন

প্রগতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ

সমবায় হলো এমন একটি দর্শন যেখানে, সমমনাসম্পন্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যখন মেধা, শ্রম, পুঁজি বিনিয়োগ করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নের চেষ্টা করাই হলো সমবায়। মানুষ সৃষ্টির সেবা জীব। আর মানুষ কখনও একা থাকতে পারে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ‘‘একলা মানুষ কখনোই পূর্ণ মানুষ হতেপারে না।

 

বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সমবায়ের গুরুত্ব অপরিসীম। সদস্যদের ভেতর সাম্য, মৈত্রী সহযোগিতা বজায় থাকলে সমবায় সফল হতে বাধ্য। দারিদ্র বিমোচন, কর্মসংস্থানসৃষ্টি ও সামাজিক নিরাপত্তা বিধানে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায়ের মাধ্যমেই স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাসম্ভব। তাই বলতে চাই সমবায়ই পারে সাধারণের জীবনে সমৃদ্ধি আনতে।


সর্বশেষ আর্টিকেল