• অনলাইনে সমবায় সমিতি নিবন্ধন প্রক্রিয়া

বর্তমান সময়ে ব্যবসায়ীক সমিতিগুলোর উৎপত্তি ঘটেছে অনেক বেশি। এই ব্যবসায়ীক সমিতিগুলো সমবায় সমিতি নামে পরিচিত। সাধারণত বিভিন্ন ব্যবসার উদ্দেশ্যে এই এই সমিতি গঠন করা হয়ে থাকে। একটা Cooperative Society রাষ্ট্রীয়ভাবে অনুমোদন পাওয়ার জন্য নিবন্ধনের জন্য আবেদন করা প্রয়োজন হয়ে থাকে। যদি আপনার সমিতি নিবন্ধনের জন্য উপযুক্ত হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দেওয়া হয় একটি স্বীকৃত সভাপতি হিসেবে।

অনুমোদন ছাড়া কোনভাবেই কোন সমিতির নাম প্রচার করা যাবে না। সমিতির নামে কোনো বিজ্ঞাপন,  ব্যানার, ব্যবসার নামকরণ,  বা অন্যান্য কোনো প্রচারণা করা যাবে না। শুধু অনুমতি সমিতিগুলোতাদের সমিতির নামে যেকোনো কিছু করতে সক্ষম।

 কিভাবে একটি সমবায় সমিতি নিবন্ধন করতে হয়?

একটি সমবায় সমিতি নিবন্ধন বিষয়ে আজকে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। আমরা ইতিমধ্যে একটা ভিডিও করেছি। সে ভিডিওটি এখানে যুক্ত করে দিয়েছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন।

 

https://youtu.be/LQLYKj_FX54

 

ভিডিওটি দেখলে আশা করি আপনি ফরমটি কিভাবে আপনাকে পূরণ করতে হবে সে সম্পর্কে সাধারণ অভিজ্ঞতা আপনি পেয়ে যাবেন।  যেহেতু ফরমটি বাংলা ভাষায় এবং ফরম পূরণের ক্ষেত্রে কোনো জটিলতা নেই। এজন্য আমরা পরিপূর্ণ ভিডিও ফরম পূরণের মাধ্যমে দেখায়নি।

সমবায় সমিতি নিবন্ধন ফরমটি এখান থেকে সংগ্রহ করুন

কতজন সদস্য নিয়ে একটি সমবায় সমিতিগঠন করতে হবে?

আপনাদের সবার একটি কমন প্রশ্ন এজন্য এখানে প্রশ্নের উত্তর আমরা যুক্ত করে দিলাম। সমবায় সমিতির সাধারণত দুই ধরনের হয়ে থাকে।  সরকারি Cooperative Society এবং বেসরকারি সমবায় সমিতি। পাবলিক লিমিটেড Cooperative Society প্রাইভেট লিমিটেড সমবায় সমিতি।  প্রাইভেট লিমিটেড সমিতি করে থাকেন এক্ষেত্রে আপনাদের সদস্য কমপক্ষে 20 জন হতে হবে। 20 জন সদস্য নিয়ে কোন Cooperative Society গঠিত হবে না। এজন্য অবশ্যই বেশি সদস্য সমিতিতে যুক্ত করতে হবে।

সমবায় সমিতির নীতিমালা

সমবায় সমিতির নীতিমালা সম্পর্কে যারা জানেন না, তাদের অবশ্যই নীতিমালা সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। আপনি যদি সমবায় সমিতির নীতিমালা জানতে চান, তাহলে আমাদের দেওয়া পিডিএফটি পড়ে ফেলতে পারেন। এটি সমবায় সমিতির নীতিমালা সম্পর্কিত একটি পিডিএফ। এটি সরকারি অফিসের ওয়েবসাইট থেকে প্রকাশিত একটি নীতিমালা পিডিএফ। এখানে আপনাদের সমবায় সমিতির নীতিমালা পিডিএফ যুক্ত করে দিলাম। আপনি যদি pdf টি সম্পূর্ণ লেখাগুলো সঠিকভাবে মেনে চলেন, তাহলে অবশ্যই একটি সমবায় সমিতির করাতে পারবেন।

বাংলাদেশের মধ্যে যারা সমবায় সমিতি নিয়ে কাজ করেন, তাদের মধ্যে অনেকে কিন্তু সমবায় সমিতির নীতিমালা পড়ে না। এজন্য তারা কিন্তু সময় করতে গিয়ে বিভিন্ন ভুলের সম্মুখীন হয়ে থাকে। যদি আপনি সমস্যার সম্মুখীন না হয়ে, কোনো রকম ভুল না করে সমবায় সমিতি পরিচালনা করতে চান, তাহলে অবশ্যই সমবায় সমিতির নীতিমালা pdf আপনাকে পড়তে হবে। পিডিএফ এর মধ্যে সকল তথ্য দেওয়া আছে। আপনি আশা করি সবকিছু বুঝতে পারবেন। নিচের ডাউনলোড লিংক দেওয়া আছে। এখান থেকে আপনি পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন।

 

সমবায়সমিতি পিডিএফ ডাউনলোড